৩৯তম বার্ষিক সাধারণ সভা

ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি: ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ জুলাই) কোম্পানির চেয়ারম্যান আ.স.ম. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, পরিচালক মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান, পরিচালক মতিউর রহমান, নিরপেক্ষ পরিচালক তোফাজ্জল হোসেন (এফসিএ), নিরপেক্ষ পরিচালক হায়দার আহমেদ খান (এফসিএ), মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এনামুল গণি চৌধুরী ও কোম্পানি সচিব কাজী ফারহানা।

সভায় ৩৯তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচী শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় সকল শেয়ার হোল্ডারদের ২০২৪ সমাপ্ত বছরের জন্য ১৫% নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়।