দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ও দ্রুতবর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স বীমা খাতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এন্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

২৯ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনকর্ড হোটেলে জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল।

এর আগে ২০২৩ সালেও সোনালী লাইফ ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এবং বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুর রহমান এবং উপ ব্যাবস্থাপক মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৬টি পৃথক বিভাগে পুরস্কার অর্জন করে। এর মধ্যে রয়েছে- ‘ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’।

এ প্রসঙ্গে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, আমাদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা, ডিজিটাইজেশন, গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনা এবং দ্রুততম সময়ে বীমাদাবী  নিষ্পত্তির অঙ্গীকারই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

কমনওয়েলথ পার্টনারশিপ সামিট ও বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডসকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে সম্মানিত করার অন্যতম আন্তর্জাতিক মঞ্চ উল্ল্যেখ করে তিনি বলেন, এই স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে।