বীমা গ্রাহকদের জন্য হেলথ কার্ড চালু করল ডেল্টা লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পলিসি গ্রাহকদের জন্য হেলথ কার্ড সুবিধা নিয়ে এসেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পল্টনস্থ ডিআর টাওয়ারের ডেল্টা ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
কার্যক্রমটি শুভ উদ্বোধন করেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান এসিআইআই-ইউকে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ এবং সিএফও মিলটন বেপারী এফসিএ।
হেল্থ কার্ডের কার্যক্রম ও গ্রাহক সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোকপাত করেন ইভিপি (উন্নয়ন) মো. ফরহাদ জলিল ও ইভিপি (গ্রুপ এন্ড হেল্থ) রাজীব কান্তি সাহা।
এছাড়াও এসইভিপি মিসেস আফরিন হক (একচ্যুয়ারি), ইভিপি (মানব সম্পদ) মো. আসাদুজ্জামান মল্লিক, ইভিপি (লিগ্যাল) মো. আব্দুল আউয়াল, ইভিপি (হিসাব) পল্লব ভৌমিক এবং ইভিপি (আইটি) শামীম রেজা সহ অন্যান্য কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই কার্ডের মাধ্যমে ডেল্টা লাইফের পলিসি হোল্ডারগণ এখন থেকে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় পাবেন, যা স্বাস্থ্যসেবার খরচ কমাতে সাহায্য করবে। হাসপাতালের নির্দিষ্ট কাউন্টারে (করপোরেট) কার্ড প্রদর্শনের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে।