উৎসবমুখর পরিবেশে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক বনভোজন

সংবাদ বিজ্ঞপ্তি: ‘সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি’ এই প্রতিপাদ্যে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ‘বার্ষিক বনভোজন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকার উত্তরখানে অবস্থিত গ্রীন ভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে আস্থা লাইফ পরিবারের কর্মকর্তা-কর্মচারী, দেশব্যাপী আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারী, সেলস ফোর্সগণ এবং তাদের পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দিনটি উদযাপিত হয়।

বনভোজনে আগত আস্থা লাইফ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)।

বনভোজনে সপরিবারে অংশ নিয়ে আস্থা লাইফ পরিবারের সদস্যরা এক অদম্য মনোবলে উজ্জীবিত হয়ে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার প্রত্যয় ঘোষণা করেন। পাশাপশি সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও বিশ্বস্ততার প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মাঘের শীতের চাদর মুড়ি দেয়া আমেজে বিভিন্ন উৎসবের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, পিঠা-পুলির আয়োজন, আকর্ষণীয় বিনোদন, খেলাধুলা, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।