চীনে ৬৫ লাখের বেশি লাইফ বীমা প্রতিনিধি

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের লাইফ বীমা কোম্পানিগুলোতে বিক্রয় প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭০ হাজার। ২০১৬ সালেই দেশটিতে লাইফ বীমা প্রতিনিধির সংখ্যা বেড়েছে ১৮ লাখ ৫০ হাজার। এর বেশিরভাগ কর্মী নিয়োগ হয়েছে মূলত শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমার কোম্পানিগুলোতে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বরের হিসাব অনুসারে, চায়না লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির সংখ্যা ৫২.৭ শতাংশ বেড়ে ১৫ লাখে দাঁড়িয়েছে। পিং অ্যান ইন্স্যুরেন্স কোম্পানিতে এই বৃদ্ধির পরিমাণ ২৭.৭ শতাংশ। গত বছরের হিসাব অনুসারে কোম্পানিটিতে বিক্রয় প্রতিনিধির সংখ্যা ১১ লাখ।

চায়না প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা কর্মীর সংখ্যা বেড়েছে ৩৫.৫ শতাংশ। বর্তমানে কোম্পানিটির বিক্রয় প্রতিনিধির সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার। অন্যদিকে গত বছরের শেষ দিন পর্যন্ত নিউ চায়না ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা কর্মীর সংখ্যা ৯ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার।

চীনের শেয়ার বাজারে তালিকাভুক্ত এই চারটি লাইফ বীমা কোম্পানির বিক্রয় প্রতিনিধির সংখ্যা গত বছরের শেষ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৫৪ শতাংশ। ২০১৬ সালে দেশটির লাইফ বীমাখাতের মোট প্রিমিয়ামের ৩৪.৩ শতাংশ এসেছে কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে। বেইজিং বিজনেস টুডে এসব তথ্য প্রকাশ করেছে।