করোনায় ক্ষুদ্রবীমার ভূমিকা নিয়ে অনলাইন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস মহামারীর মধ্যে ক্ষুদ্রবীমার ভূমিকা নিয়ে অনলাইন সেমিনার আয়োজন করেছে প্রফেশনাল এডভান্সমেন্ট বাংলাদেশ (বিএবিএল) । আজ মঙ্গলবার বেলা ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সেমিনারে অংশ নেবেনে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন, মাইক্রো ইন্স্যুরেন্স সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল জে এমকর্ড এবং ব্র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

ক্ষুদ্রবীমার উদ্যোগ কীভাবে শহুরে ও গ্রামীণ দরিদ্রদের এই অপ্রত্যাশিত স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়তা করতে পারে সে বিষয়টি উঠে আসবে আজকের এই আলোচনায়। এ ছাড়াও কী উদ্যোগ নেয়া হয়েছে এবং কী উদ্যোগ নেয়া উচিত সেই আলোচনাও হবে এই ওয়েব সেমিনারে।

এই অনলাইন সেমিনারে অংশ নিতে আগ্রহীদের https://www.microinsurancemaster.org/webinar-bangladesh/
-এই ঠিকানায় নিবন্ধন করতে বলা হয়েছে। আরো বিস্তারিত জানার জন্য ১৬৪৫৭, ০১৭৮৯৩০০৬২১ (হোয়াটসআপ) অথবা info@pabl.com.bd ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।