মুজিববর্ষের থিম সং প্রচারের নির্দেশ বীমাখাতে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বীমা কোম্পানিগুলোকে মুজিববর্ষের থিম সং প্রচারের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ সংক্রান্ত একটি নির্দেশনা সোমবার বীমা কোম্পানিগুলোতে পাঠিয়েছে বীমাখাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

নির্ধারিত ইউটিউব লিংক থেকে ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর’ শীর্ষক থিম সং ডাউনলোড করে বীমা কোম্পানির বিলবোর্ড, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল, ইলেক্ট্রনিক মিডিয়াতে স্পন্সর, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসমূহসহ অন্যান্য প্রযোজ্য মাধ্যমে পরিবেশন ও প্রচার করতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিরল সুযোগ স্মরণীয় ও অর্থবহ করতে মুজিববর্ষের সকল আয়োজনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর সহজ ও জনপ্রিয় মাধ্যম মুজিববর্ষের থিম সং প্রচার। ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর’ থিম সং এর ইউটিউব লিংক https://www.youtube.com/watch?v=jAf4vkYvK3A