ক্যারিয়ার নিয়ে একাডেমি অফ লার্নিংয়ের সেমিনার

পাপলু রহমান: বীমা শিক্ষায় দেশের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান একাডেমি অফ লার্নিং ‘ক্যারিয়ার ডেভলপমেন্ট’ বিষয়ক ফ্রি সেমিনার আয়োজন করেছে। শনিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানটির বাংলামোটর কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন ৪৫ জনেরও বেশি শিক্ষার্থী। অংশগ্রহণকারীরা একাডেমি অফ লার্নিংয়ের ফেসবুক পেইজের মাধ্যমে নিবন্ধিত হন। সেমিনারটিতে বীমা ছাড়াও ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, ড্রপ সিপিং ও এক্সপোর্ট-ইমপোর্ট বিষয়ক আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুলতান-উল-আবেদীন মোল্লা (সাবেক সদস্য, বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রো ইন্সুরেন্স মাস্টার এবং অ্যাডভাইজার অব বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন), ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক দাস দেবা প্রসাদ (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড), ট্যাক্স কমিশনার ফজলুল হক আরিফ, নভোট্যাক্স বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাহার আক্তার।

প্রসঙ্গত, একাডেমি অব লার্নিং লিমিটেড প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে। এটি রাজধানীর বাংলামটরে পদ্মা লাইফ টাওয়ারে অবস্থিত। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের বীমা বিষয়ক ২২টি বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এছাড়া বীমা শিক্ষার বাইরেও ৩৮টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করছে।