সঠিক সময়ে সঠিক বীমাই পারে ব্যবসাকে বাঁচাতে

রাজ কিরণ দাস: ব্যবসা মানেই ঝুঁকি। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও অগ্নিকাণ্ড, আবার কখনও সাইবার আক্রমণ কিংবা মামলা-মোকদ্দমা—এসব অঘটন মুহূর্তেই একটি ব্যবসার স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে ব্যবসায়িক বীমা হয়ে ওঠে টিকে থাকার প্রধান ভরসা। এটি কেবল ক্ষতির পর অর্থ ফেরত দেয় না, বরং প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আত্মবিশ্বাসী করে তোলে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এখনো অনেক উদ্যোক্তা বীমাকে বাড়তি খরচ হিসেবে দেখে থাকেন। কিন্তু বাস্তবে দেখা গেছে, হঠাৎ কোনো দুর্ঘটনায় পুরো ব্যবসা ধসে পড়লে টিকে থাকার একমাত্র ভরসাই হয়ে দাঁড়ায় বীমা। কর্মচারীর নিরাপত্তা, গ্রাহকের আস্থা, ঋণ ও বিনিয়োগ- সব ক্ষেত্রেই বীমা এখন অপরিহার্য। তাই উদ্যোক্তাদের উচিত বীমাকে ব্যবসার কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে দেখা, ব্যয় হিসেবে নয়।

রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে বীমা সুবিধা নিশ্চিত করা দরকার।

একই সঙ্গে বীমা কোম্পানিগুলোকে স্বচ্ছতা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং আধুনিক ঝুঁকি কাভারেজ দিতে হবে। ব্যবসা টিকিয়ে রাখতে হলে বীমা আর ঐচ্ছিক নয়; এটি এখন টেকসই উন্নয়নের অপরিহার্য ভিত্তি।