বীমা কোম্পানি একত্রীকরণ প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক (বিবি) সম্প্রতি ৫টি বাণিজ্যিক ব্যাংক একীভূত করে একটি নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে ব্যাংক একত্রীকরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বীমা খাতের ৩৬টি লাইফ ও ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির অধিকাংশই আর্থিক অসচ্ছলতায় ভুগছে।

যার পরিণতিতে বীমা গ্রাহকরা দীর্ঘ সময় ধরে তাদের ন্যায্য দাবি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে বীমার প্রকৃত উদ্দেশ্য ব্যহত হচ্ছে। যা কোনভাবেই প্রত্যাশিত নয়।

বীমা সংশ্লিষ্টদের মতে, বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থার পরিবর্তনে ব্যাংকিং খাতের অনুরুপে বীমা কোম্পানির একত্রীকরণের জরুরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষায় অনতিবিলম্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।