স্বদেশ লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি: স্বদেশ ইসলামী লাইফের বীমা গ্রাহকের মুত্যুতে মুত্যুদাবির চেক নমিনির নিকট হস্তান্তর করেছে কোম্পানিটি। সাম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
বীমা গ্রাহকের নমিনি মো. আবু সাঈদ সুজনের নিকচ চেক হস্তান্তর করেন কোম্পানির চেয়ারম্যান মাকসুদুর রহমান।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীন, কোম্পানির সিনিয়র ডিএমডি এ জেড কাওছার, সিনিয়র ডিএমডি জাহাঙ্গীর আলম মোল্লা, অবলিখন বিভিাগের এম এরশাদ আলী, পাবনা অঞ্চলের সেলস এন্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।