পরিবেশবিদদের চাপে ৩০ বীমা কোম্পানি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বহুজাতিক গ্রুপ আদানি কয়লা ও রেল প্রকল্প নিয়ে অস্ট্রেলিয়ার দেশ কুইন্সল্যান্ডে কাজ করছে। এর ফলে সামগ্রিকভাবে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবেও পরিবেশবিদরা এ প্রকল্পকে দায়ী করছেন।

এজন্য বিশ্বব্যাপী ৩০টি বীমা কোম্পানিকে আদানি গ্রুপের বীমা সেবা বাতিলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি ওয়ার্ল্ড কোল এর প্রতিবেদনে বলা হয়েছে, পোলান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ৭৩টি কোম্পানিকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

এদিকে আদানি গ্রুপ প্রকল্প বাস্তবায়নে ব্যাংক অর্থায়ন বাড়াতে চেষ্টা করেছে। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধান ব্যাংকগুলোসহ ৩৭টি বৈশ্বিক ব্যাংক আদানিকে ঋণ দিতে রাজি হয়নি।

গত ২৯ নভেম্বর আদানি গ্রুপ নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয়। বর্তমানে কোম্পানিটির নিজস্ব অর্থায়ন হ্রাস পেয়েছে।

এরইমধ্যে নেতৃত্বস্থানীয় সাতটি বীমা কোম্পানি ঘোষণা করেছে যে তারা নতুন কয়লা খনি ও উদ্ভিদ বীমা করবে না।

গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার হাজার হাজার শিক্ষার্থী আদানি গ্রুপের প্রকল্প বন্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়।

প্রসঙ্গত, সারা বিশ্বের বীমা কোম্পানিগুলো কয়লা প্রকল্পে বিনিয়োগ ও পলিসি থেকে সরে যাচ্ছে।