প্রাকৃতিক দুর্যোগ ২০১৮

এশিয়ায় বীমা দাবি ১৮.৪ বিলিয়ন ডলার

ইন্টারন্যাশনাল ডেস্ক: গেল ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগে এশিয়ায় ২৩ শতাংশ বীমাকৃত সম্পত্তির (১৮.৪ মার্কিন বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। জার্মানভিত্তিক রি-ইন্যুরেন্স কোম্পানি মিউনিক রি’র প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তুলনায় ৬৮ শতাংশ এবং ইউরোপের তুলনায় ৮ শতাংশের বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে পৃথিবীর বৃহত্তম এ মহাদেশটি। এছাড়া এশিয়ার চেয়ে এক শতাংশেরও কম বীমা ক্ষতি হয়েছে আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওশেনিয়া ও দক্ষিণ আমেরিয়ায়।

গত বছরের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিশ্বব্যাপী মোট আর্থ-সামাজিক ক্ষতির পরিমাণ ছিল ১৬০ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে বীমাকৃত সম্পত্তির ক্ষতি দাঁড়িয়েছে অর্ধেক অর্থাৎ ৮০ বিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘ ৩০ বছরের মধ্যে অর্থনৈতিক এই ক্ষতিকে সবচেয়ে বড় করে দেখা হচ্ছে।

এদিকে বীমা বাজারের ক্ষতি মূল্যায়ন করে ২০১৮ সালকে চতুর্থ ব্যয়বহুল বছর হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

গেল বছর ক্রান্তীয় ঘূর্ণিঝড় থেকে অর্থনৈতিক ক্ষতি প্রায় ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে এসেছিল। যার মধ্যে ২৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির বীমাকৃত ছিল। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে হারিকেন মাইকেল ও ফ্লোরেন্স, জাপানে টাইফুন জেবি, মঙ্গখুত এবং এশিয়ার ট্রামি’র প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছিল।

এছাড়া ক্যালিফোর্নিয়ার দাবানলে ২৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির ক্ষতি হয়। আর ক্ষতিগ্রস্ত সম্পত্তির মধ্যে ১৮ বিলিয়ন মার্কিন ডলার বীমাকৃত ছিল।

মিউনিক রি বলছে, শিল্পোন্নত দেশগুলো প্রাকৃতিক দুর্যোগে বীমা দাবি পূরণে অবদান রাখলেও উন্নয়নশীল দেশগুলো বীমা দাবি পূরণে হিমশিম খাচ্ছে।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগগুলোতে ২০১৮ সালে ১০ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছে।