এপ্রিলে বিদেশি বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন দিচ্ছে মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের এপ্রিলে বিদেশি বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন দিচ্ছে মিয়ানমার। দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণ বিভাগের অনুমতি পাওয়ার পরপরই কোম্পানিগুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
মিয়ানমারের পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ইউ থান্ট সিন মিয়ানমার টাইমসকে বলেন, বিদেশি বীমা কোম্পানিগুলোকে নিবন্ধন দিতে আমরা খুবই আগ্রহী। মে মাসের আগেই অর্থাৎ এপ্রিল মাসেই কোম্পানিগুলো ব্যবসা শুরু করবে।
ইন্স্যুরেন্স বিজনেস এশিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মিয়ানমারে ১৪টি দেশের বীমা কোম্পানিগুলোর ৩১টি প্রতিনিধিত্বমূলক অফিস রয়েছে। কোম্পানিগুলোর ধারণা, সরকার লাইফ বীমা কোম্পানিগুলোকে পুরোপুরো বিদেশি বিনিয়োগে এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ক্ষেত্রে যৌথ উদ্যোগে ব্যবসা করার অনুমতি প্রদান করবে। এছাড়া দেশটির বীমা শিল্পকে গতিশীল করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এওআইএ মিয়ানমার ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ইউ মায়ো মিন থু বলেন, গ্রাহকদের ভালো সেবা দেয়ার জন্য প্রতিযোগিতার দরকার আছে। তাছাড়া আমাদের মানব সম্পদ ও দক্ষতার অভাব রয়েছে। বিদেশি কোম্পানিগুলোর সেসব অভাব নেই। তারা প্রযুক্তির দিক থেকেও এগিয়ে আছে। কোম্পানিগুলো বীমা প্রডাক্টের মান বাড়াতে সাহায্য করবে।
ইউ থান্ট সিন বলেন, বিদেশি বীমা কোম্পানিগুলোর ফলে দেশের অর্থ বাজার ও সরকারের তহবিল বাড়বে। বিদেশি সাধারণ বীমাকারীদের নিবন্ধন পেতে ১৪ মিলিয়ন মার্কিন ডলার গুণতে হবে। এছাড়া নিবন্ধন পাওয়ার পর কোম্পানিগুলোকে মূলধনের ৩০ শতাংশ সরকারি ঋণপত্র কিনতে হবে।