জর্ডানে ৫ বীমা কোম্পানি বন্ধের আশঙ্কা, চাপে বীমা শিল্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের বীমা শিল্প ভীষণ চাপে পড়েছে। জর্ডান ইন্স্যুরেন্স ফেডারেশনের চেয়ারম্যান মাজেদ সামিরাত আশঙ্কা করছেন দেশটির পাঁচ থেকে সাতটি বীমা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। বর্তমানে কোম্পানিগুলো আর্থিক সংকটের কবলে রয়েছে।
জর্ডানের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, থার্ড পার্টি কাভারেজে ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কিছু বীমা কোম্পানির স্বচ্ছলতার হার হ্রাস পেয়েছে। বীমা নিয়ন্ত্রক সংস্থার আইনে কোম্পানিগুলোর স্বচ্ছলতার অনুপাত ১৫০ শতাংশের বেশি থাকতে বলা হয়েছে। কিন্তু অনেক কোম্পানির স্বচ্ছলতার হার ১৫০ শতাংশের নিচে নেমেছে।
তিনি আরও বলেন, বাধ্যতামূলক থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কারণে বীমা খাতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।
তবে ২০১৮ সালের প্রথম নয় মাসে জর্ডানে ১৭টি বীমা কোম্পানি লাভ করেছিল মোট ১৪.৪৩ মিলিয়ন দিনার। অন্যদিকে পাঁচটি কোম্পানির ক্ষতি হয়েছিল ৩.৪ মিলিয়ন দিনার।
জর্ডানে মোট ২৪টি লাইসেন্সপ্রাপ্ত বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে একটি বাদে সব কোম্পানিই শেয়ারে বাজারে জায়গা করে নিয়েছে। এছাড়া দুটি কোম্পানি জর্ডানের বাইরেও ব্যবসা পরিচালনা করছে। তবে দেশটিতে কোনো রিইন্স্যুরেন্স কোম্পানি নেই।