চীনে লাইফ বীমার প্রিমিয়াম আয় দ্রুত বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে নেতৃত্বস্থানীয় রি-ইন্স্যুরেন্স কোম্পানি সুইস রি ধারণা করছে, ২০১৯ ও ২০২০ সালে চীনের লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় দ্রুত বাড়বে।
চীনের সিকিউরিটিজ জার্নালে একটি কোম্পানির গবেষণায় বিশ্লেষক জিং লি বলেছেন, আগামী দুই বছরে দেশে জীবন বীমা প্রিমিয়াম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
জিং বলেন, দেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, বীমা পণ্যের দুর্বল নীতির উপর কঠোর নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলো প্রিমিয়াম বাড়াতে সাহায্য করবে।
২০১৮ সালে প্রথম ১১ মাসে চীনে প্রিমিয়াম আয় হয়েছে ২৮৮.৮ বিলিয়ন মার্কিন ডলার; যা গত বছরের চেয়ে ৪.৭৫ শতাংশ বেড়েছে।
জিং আশা করছে, ২০১৯ ও ২০২০ সালে দেশটির প্রিমিয়াম আয় ৯ শতাংশ বাড়বে এবং উদীয়মান বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম অর্জনে ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে বিশ্বব্যাপী বীমা শিল্পকে শক্তিশালী করবে। (সিনহুয়া)