ভারতে লাইফ বীমা গ্রাহকের এক তৃতীয়াংশই নারী

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭-১৮ অর্থবছরে ভারতে লাইফ বীমা পলিসি বিক্রি হয়েছে দুই কোটি ৮২ লাখ। এর মধ্যে ৯০ লাখ পলিসি কিনেছেন নারীরা। আর পুরুষ গ্রাহকেরা কিনেছেন এক কোটি ৯১ লাখ। অর্থাৎ ওই বছরে এক তৃতীয়াংশ নারী লাইফ বীমার আওতায় এসেছে। পলিসি সংখ্যার দিকে থেকে বীমাখাতে নারীদের অবদান ৩২ শতাংশ।

সম্প্রতি ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের (আইআরডিএ) এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে।

ভারতের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে নারী গ্রাহকদের থেকে প্রিমিয়াম আয় হয়েছে ২৯ হাজার ৮০১ কোটি রুপি। আর পুরো অর্থবছরে তাদের থেকে প্রিমিয়াম অর্জিত হয়েছে ৯২ হাজার ১৩৫ কোটি রুপি। অন্যদিকে পুরুষ গ্রাহকের পলিসি থেকে মোট প্রিমিয়াম আয় হয়েছে ৬২ হাজার ৩৩৪ কোটি রুপি।

আইআরডিএ বলছে, কর্মসংস্থান ও পলিসি গ্রহণে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যহারে বেড়েছে।

এদিকে নারীদের ৯০ লাখ পলিসির এক তৃতীয়াংশ পলিসি বিক্রি হয়েছে মহারাষ্ট্র (১২%), পশ্চিম বাংলা (১০.৩%) ও উত্তর প্রদেশে (৯.৪%)। অন্যদিকে ২৯ হাজার ৮০১ কোটি রুপির এক তৃতীয়াংশেরও বেশি এসেছে মহারাষ্ট্র (১৮.১%), পশ্চিম বাংলা (১০%) ও তামিলনাডু (৭.৮%)।

আইআরডিএর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৪৮ শতাংশ নারী জনগোষ্ঠী রয়েছে। দেশের অর্থনীতি বাড়াতে তারা প্রতি বছর গুরুত্বপূর্ণ অবদান রাখছে। লাইফ বীমাখাতেও তাদের অংশগ্রহণ বাড়ছে। প্রতি তিনটি লাইফ বীমা পলিসির একটির গ্রাহক এই নারীরা।

গেল অর্থবছরে ভারতের প্রতি ১০ হাজার জনের মধ্যে ২১০ জন লাইফ বীমা পলিসি গ্রহণ করেছে। আর প্রতি ১০ হাজার পুরুষের মধ্যে ২৭৭ জন এবং প্রতি ১০ হাজার নারীর মধ্যে ১৩৯ জন লাইফ বীমা পলিসিতে অন্তর্ভুক্ত হয়েছে।