তামিলনাডুতে আয়ুষ্মান ভারতের সুবিধা নিচ্ছে ৮৯ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নামীদামি হাসপাতালে গরিব মানুষকে চিকিৎসা সুবিধা দিতে রয়েছে ‘আয়ুষ্মান ভারত’ বীমা প্রকল্প। দারিদ্র্যসীমার নিচে বাস করা রোগীরা বড় হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতে এই প্রকল্প চালু করে ভারতের পরিকল্পনা কমিশন।

এ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ৫ লাখ রুপি পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে সুবিধাবঞ্চিতদের। এজন্য প্রতিবছর প্রিমিয়াম দিতে হয় ১ হাজার ২০০ রুপি। প্রকল্পটির ৬০ শতাংশ খরচ বহন করছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ খরচা সংশ্লিষ্ট রাজ্যের। প্রকল্পটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে চালু রয়েছে।

এদিকে গেল রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তামিলনাডুতে ৮৯ হাজারেরও বেশি মানুষ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে রয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)’র ভিত্তি প্রস্তর স্থাপন ও রাজাজি, থানজাভুর ও তিরুনেলভেলি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লক উদ্বোধন করার পর এক জনসভায় তিনি এ কথা বলেন।

মোদি বলেন, তামিলনাডুতে এক কোটি ৫৭ লাখ মানুষ আয়ুষ্মান ভারত যোজনা সেবার আওতায় রয়েছে। তাদের চিকিৎসা ব্যয়ের জন্য ২০০ কোটি রুপিও বরাদ্দ রয়েছে। এছাড়া বীমা কোম্পানিগুলো এই প্রকল্পে ১০ কোটি পরিবারের জন্য ৫ লাখ রুপি কাভার করছে।

নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)‘র শাসনে বিগত সাড়ে চার বছরে ৩০ শতাংশ অতিরিক্ত মেডিকেল সিট বাড়ানো হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস সম্পর্কে মোদি বলেন, ভারতের স্বাস্থ্যসেবা মান বাড়াতে প্রতিষ্ঠানটি ‘ব্র্যান্ড ইমেজ’ হিসেবে কাজ করছে। তিনি এই ব্র্যান্ডের স্বাস্থ্যসেবা দেশের সকল অংশে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন।

২০২৫ সালের মধ্যে মোদি সরকার যক্ষা নির্মূলে অঙ্গীকারবদ্ধ ছিল এবং চেন্নাইয়ের টিবি হাসপাতালের সংস্কারের জন্য তামিলনাড়ু সরকার প্রশংসিত হয়।

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলী ঘোষণা করেছিলেন ‘আয়ুষ্মান ভারত’ বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য প্রকল্প। গত ২৫ সেপ্টেম্বর এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।