দাবানলের প্রভাব পড়ছে বীমায়
আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। ক্ষয় করছে সম্পদের, প্রাণহানি ঘটছে মানুষের। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে বীমা কোম্পানিগুলোর উপর। তারা গ্রাহকদের দাবি পূরণে হিমশিম খাচ্ছে।
মিউনিক রি’র প্রধান জলবায়ু বিশেষজ্ঞ আর্নস্ট রাউচ বলেন, বনের ভেতর দাবানলের মাত্রা বেড়েছে। যার ফলে কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মিউনিক রি’র বোর্ড মেম্বার টরস্টেন জেওয়ার্রেক বলেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল ২০১৮ সালের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ।
মিউনিক রি’র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গেল নভেম্বরে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরে সৃষ্ট দাবানলে ১৬.৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়; যার মধ্যে ১২.৫ বিলিয়ন ডলার সম্পদের বীমা করা ছিল।
প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগে ১৬০ বিলিয়ন আর্থিক ক্ষতি হয়। বীমা কোম্পানিগুলো সে বছর ৮০ বিলিয়ন ডলার বীমা দাবি পরিশোধ করে।
আগামী বছরগুলোতে ক্ষতি কমাতে ২০১৮ সালের প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়েছেন টরস্টেন জেওয়ার্রেক।