বীমার আওতার বাইরে ভারতে ৭০-৮০% সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক: সম্পদের যাবতীয় ক্ষতিতে আর্থিক সুরক্ষা দেয় বীমা কোম্পানি। তবে সব সম্পদের বীমা করা থাকে না। তাই বীমার আওতার বাইরের সম্পদের দিকে বীমা কোম্পানিগুলোকে দৃষ্টি দেয়ার আহবান জানিয়েছে ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংস্থার (আইআরডিএ) চেয়ারম্যান সুবাশ চন্দ্র খুন্তিতা।

ভারতে বীমার আওতায় নেই এমন সম্পদের পরিমাণ ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে রয়েছে। আইআরডিএ’র চেয়ারম্যান বলেন, বীমাখাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। এইখাতে তরুণরা তাদের ক্যারিয়ার গড়ছে। আমি মনে করি, বীমা কার্যবিধি বাড়ানো উচিত, নয়তো এই শিল্প হুমকির সম্মুখীন হবে।

সম্প্রতি বীমা নীতি ও আইন বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বীমা প্রতিষ্ঠান লিওডস অব লন্ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বীমার আওতায় নেই এমন সম্পদের দিক থেকে ভারতের স্থান দ্বিতীয়। দেশটির ২৭ বিলিয়ন সম্পদের বীমা করা নেই। অন্যদিকে চীনে অবীমাকৃত সম্পদ রয়েছে ৭৬ বিলিয়ন ডলারেরও বেশি।

খুন্তিয়া বলেন, ভারতে লাইফ বীমাখাতে বছরে প্রবৃদ্ধি বাড়ছে ১১ থেকে ১২ শতাংশ। আর নন-লাইফে বাড়ছে ১৮ শতাংশ। এছাড়া স্বাস্থ্যবীমাখাতে বছরে প্রবৃদ্ধি বাড়ছে ৩৫ শতাংশ।

ভারতে বীমার পেনিট্রেশন (জিডিপিতে বীমাখাতের অবদান) ৩.৭ শতাংশ।