তদন্তের মুখে চীনের বীমা নিয়ন্ত্রক সংস্থার প্রধান
ইন্টারন্যাশনাল ডেস্ক: তদন্তের মুখে পড়েছেন চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি)'র প্রধান জিয়াং জানবো। সন্দেহজনক শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশটির শীর্ষ দুর্নীতি বিরোধী সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন এই তদন্তে নেমেছে।
দুর্নীতির বিরুদ্ধে চীন সরকারের লড়াইয়ের অংশ হিসেবে সবচেয়ে সিনিয়র এই আর্থিক নিয়ন্ত্রককে তদন্তের আওতায় আনা হয়েছে। আর্থিক ঝুঁকি এবং সম্পদের বাজে ব্যবহার মোকাবেলায় চীনের শীর্ষ নেতারা এ বছরই অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন এক বিবৃতিতে জানিয়েছে, সিআইআরসি'র প্রধান জিয়াং জানবো এবং কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির একজন সদস্য 'গুরুতর শৃঙ্খলা লঙ্ঘন'র সন্দেহভাজন, এটি এমন একটি শব্দ যা সাধারণত দুর্নীতিকে নির্দেশ করে।
তবে এ বিষয়ে কোন বিস্তারিত বিবরণ দেয়নি সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন। রোববার বিকাল পর্যন্ত সিআইআরসি'র ওয়েবসাইটে জিয়াং জানবো'র নাম ও পদবী ছিল। সোমবার ওই ওয়েবসাইটে দেখা গেছে, চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন প্রশাসনিক দণ্ডবিধির প্রক্রিয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে।
জিয়াং জানবো নিয়ন্ত্রক সংস্থার প্রধান হওয়ার পর দেশটির বীমাখাতে দ্রুত অগ্রগতি দেখা দিয়েছে। পাশাপাশি বিনিয়োগ বিধি উদারীকরণ করা হয়েছে, যা বীমা কোম্পানিগুলোকে দেশ-বিদেশে তাদের সম্পদ বিনিয়োগে সুযোগ তৈরি করেছে।
বিগত ৩ বছরে চীনের বীমাখাতে মোট সম্পদের পরিমাণ দ্বিগুণ বর্ধিত হয়ে ২০১৬ সালের শেষ নাগাদ ১৫.১ ট্রিলিয়ন ইউয়ান তথা ২.১৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
দেশটির শীর্ষ ৪টি সরকারি ব্যাংকে অন্যতম এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না লিমিটেডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে যোগদান করেন জিয়াং জানবো। (সূত্র: রয়টার্স)