স্থির আয়ের পণ্যে গুরুত্ব দিচ্ছে চীনের বীমাকারীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্থির আয়ের পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে চীনের শীর্ষ বীমা কোম্পানিগুলো। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ জোরদার করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসব কোম্পানি।

এ বিষয়ে চায়না লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট ঝাও লিজুন জানিয়েছেন, চায়না লাইফ একটি রক্ষণশীল পদ্ধতি গ্রহণ করছে এবং স্থির আয়ের পণ্যগুলিতে বিনিয়োগ বৃদ্ধি করার সুযোগ গ্রহণ করবে।

ঝাও লিজুন আরো বলেন, সাংহাই-হংকং স্টক কানেক্ট এবং শেংজেন-হংকং কানেক্টের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করবে বাজার মূল্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই লাইফ বীমা কোম্পানি।

পিপল'স ইন্স্যুরেন্স কোম্পানি অব চায়না (পিআইসিসি)'র ভাইস-প্রেসিডেন্ট ইয়ু জিয়াওপিং জানান, কোম্পানিটি চলতি বছরের পুঁজিবাজারের বিষয়ে রক্ষণশীল আশাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে এবং সামগ্রিক পরিসীমার মধ্যে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করবে।

২০১৬ সালের শেষ পর্যন্ত পিআইসিসি গ্রুপের প্রায় ৫৬.৩ শতাংশ অর্থাৎ ৮০৮ বিলিয়ন ইউয়ান বা ১১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগযোগ্য সম্পদ দাঁড়িয়েছে। কোম্পানিটির স্থির আয়ের পণ্যের মাধ্যমে এ সম্পদ সৃষ্টি হয়েছে।

পিং এন ইন্স্যুরেন্স কোম্পানিও স্থির আয়ের পণ্যের ওপর বিনিয়োগ বজায় রাখবে বলে জানিয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি স্বাস্থ্য, চিকিৎসা সেবা, ভোগ্য ও উচ্চ-প্রযুক্তির স্টকে বিনিয়োগ করবে। (সূত্র: রয়টার্স, ইন্স্যুরেন্স এশিয়া নিউজ)