ভারতে নতুন ২ লাইফ বীমা কোম্পানির অনুমোদন
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বীমা খাতে নতুন দু’টি লাইফ বীমা কোম্পানিকে ব্যবসা করার লাইসেন্স দিয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইআরডিএআই জানিয়েছে, নতুন অনুমোদন পাওয়া বীমা কোম্পানি দু’টির নাম- একো লাইফ ইন্স্যুরেন্স এবং ক্রেডিট এক্সেস লাইফ ইন্স্যুরেন্স।
নতুন অনুমোদন পাওয়া দু’টি সহ ভারতে বর্তমান লাইফ বীমা কোম্পানির সংখ্যা দাড়াচ্ছে ২৫টিতে। এর আগে ২০১১ সালে সর্বশেষ একটি লাইফ বীমা কোম্পানির অনুমোদন দেয় আইআরডিএআই।
অন্যদিকে ২০২২ সালের নভেম্বরে সর্বশেষ নন-লাইফ বীমা খাতে একটি নতুন বীমা কোম্পানির অনুমোদন দেয় ভারতের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।
এর মধ্য দিয়ে ২০২৩ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থ বছরে ভারতের বীমা খাতে ৩টি নতুন বীমা কোম্পানির যাত্রা শুরু হতে যাচ্ছে।
এ ছাড়াও লাইফ, নন-লাইফ এবং রি-ইন্স্যুরেন্স খাতে বীমা ব্যবসা পরিচালনার জন্য অন্তত আরো ২০টি কোম্পানির আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভারতে। (সূত্র: এআইআর)