লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা, ২০১৮ নিয়ে বৈঠক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র লাইফ বিধি/প্রবিধান খসড়া চূড়ান্তকরণের জন্য গঠিত কমিটি। আজ সোমবার বেলা ১২টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

আইডিআরএ’র সদস্য ও কমিটির আহবায়ক বোরহান উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে বৈঠকে ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারিসহ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, সদস্য ড. এম মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) খলিল আহমদ, পরিচালক (উপ-সচিব) এ কে এম. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।