ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে জেনিথ ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ ইউনিভার্সিটির সেমিনার হলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বীমা প্রতিষ্ঠানটির সিটি প্রকল্পে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে সিভি আহবান করা হয়েছে।
মেলায় জেনিথ ইসলামী লাইফের স্টল পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান, ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান রেজাকুল হায়দার, আলিফ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শহীদ আকতার হোসেন প্রমুখ।
এ সময় স্টলে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের ডিএমডি সৈয়দ মাসকুরুল হক, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার, প্রকল্প পরিচালক (সিটি প্রকল্প) মো. আব্দুর রহমান চৌধুরী, মো. শামীম মিয়া এবং মো. গোলাম ছাদেকসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, বীমা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বেকারত্ব দূর করতে বীমা কোম্পানিগুলোর প্রতি যে আহবান রেখেছেন তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ফেয়ারে অংশ নিয়েছি। এখন পর্যন্ত শতাধিক সিভি জমা দিয়েছে আগ্রহীরা।