বীমা পেশাজীবীদের নিয়ে বিআইপিএস’র ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে কর্মরত বীমা পেশাজীবীদের নিয়ে ঈদ পুনর্মিলনী এবং বিআইপিএস জার্নালের পঞ্চম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরান বাজারে ন্যাশনাল লাইফ টাওয়ারে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান; বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারি; বিআইপিএস’র দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট কাজী মো. মোরতুজা আলী; সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম এহসানুল হক, এফসিআইআই প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন; বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এম এম মনিরুল আলম; ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মীর নাজিম উদ্দিন; বিআইপিএস’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুল হাসান এসিআইআই; সাংগঠনিক সম্পাদক এনামুল হক এবিআইএ, এমএএস; কোষাধ্যক্ষ মো. ইয়াসিন আলী খান এসিআইআই; বিআইপিএস জার্নালের সম্পাদক (৫ম সংখ্যা) আব্দুল কাদির এসিআইআই উপস্থিত ছিলেন।