গাজীপুরে ৪ লাখ ৬৭ হাজার টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল জেনিথ লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: গাজীপুরে ৩ গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ৪ লাখ ৬৭ হাজার ৫শ' টাকার চেক হাস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
রোববার (২০ আগস্ট) সাগরসৈকত কনভেনশন হল ও রেস্টুরেন্টে মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।
বীমা কোম্পানিটির হাফিজুর রহমান এজেন্সির ওই ৩ গ্রাহকের মধ্যে দু'জন রোড এক্সিডেন্টে এবং একজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
তারা প্রত্যেকে এক কিস্তি করে সর্বমোট ৮০ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুদাবি হিসেবে তাদের পরিবার পেয়েছে প্রিমিয়ামের ৫.৮ গুণ বেশি অর্থ।
এসব গ্রাহকের একজন ৩৬ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেছেন। ওই গ্রাহকের পরিবারকে মৃত্যুদাবি বাবদ দেয়া হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫শ' টাকা।
আরেক গ্রাহক ২৮ হাজার টাকা দিয়ে মৃত্যু বরণ করেছেন। তার পরিবারকে দেয়া হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫শ' টাকা।
আরেক বীমা গ্রাহক ১৬ হাজার টাকার প্রিমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেন। ওই গ্রাহকের পরিবারকে দেয়া হয়েছে ৯৩ হাজার ৫শ' টাকার মৃত্যুদাবির চেক।
জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের নমিনির কাছে এসব চেক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত), বাসন থানা মো, জাহাঙ্গীর আলম, এলাকার ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাদির মন্ডল। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জিএম ও অফিস ইনচার্জ মো. হাফিজুর রহমান ইমাম।