নেপালে বিমান দুর্ঘটনা, বীমা দাবি নিষ্পত্তিতে কাল আইডিআরএ বৈঠক

নিজস্ব প্রতিবেদক: নেপালে বিমান দুর্ঘটনায় ক্ষয়-ক্ষতির বীমা দাবি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বীমাকারী ও পুনর্বীমাকারীর সঙ্গে বৈঠকে করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল সকাল ১১টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস'র বীমাকারী বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই বীমা দাবি বিষয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে উএস-বাংলা কর্তৃপক্ষ।

বীমা কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামিম ইন্স্যুরেন্সনিউজবিডি'কে জানান, দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ নিরূপণে এরইমধ্যে সার্ভেয়াররা ঘটনাস্থল পরিদর্শন করতে সেখানে পৌঁছেছেন। আজ রাতেই তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এভিয়েশন বীমার আওতায় ইউএস-বাংলার যাত্রীসহ সম্পদের সকল ঝুঁকি গ্রহণ করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।

১২ মার্চ সোমবার নেপালের কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইনস এর বিএস ২১১ ফ্লাইট দুর্ঘটনায় পড়ে স্থানীয় সময় বেলা ২:১৮টায়। বিমানটিতে সর্বমোট আরোহী ছিলেন ৭১ জন।

এরমধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ৩৬ জন বাংলাদেশি যাত্রীর মধ্যে ৪ জন ক্রু এবং ২২ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ১০ জন।