বিভিন্ন প্রকার কারিগরি বীমার সংক্ষিপ্ত বিবরণ

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: ১৯৮২ সালে বয়লার বিস্ফোরণ আইন (Boiler Explosion Act) পাশ করা হয়। বয়লার বিস্ফোরণ বীমার হাত ধরে কারিগরি বীমার (Engineering Insurance) যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে সময়ের সঙ্গে এবং প্রয়োজনের তাগিদে বিভিন্ন প্রকার কারিগরি বীমা চালু হয়েছে।

বিভিন্ন প্রকার কারিগরি বীমার পরিচয় তুলে ধরা হল:

। প্রকল্প নির্মাণাধীন অবস্থায় ঠিকাদারের সকল দায়যুক্ত বীমা (Contractor`s All Risk-C.A.R)

। ঠিকাদার কর্তৃক প্রকল্পে ব্যবহৃত যন্ত্রপাতি বীমা (Contractor`s Plant Equipment-C.P.E)

। ব্যবহারজনিত কারণে যন্ত্রপাতি বিকল বা নষ্ট বীমা (Machinery Breakdown-M.B.D)

। যন্ত্রপাতি উত্তোলনের সকল দায়যুক্ত বীমা (Erection All Risk-E.A.R)

। বয়লার বিস্ফোরণ বীমা (Boiler Explosion)

। হিমাগারে রক্ষিত খাদ্যদ্রব্য পচন বীমা (Deterioration of stock-D.O.S)

 

১। ঠিকাদারের সকল দায়যুক্ত বীমা (C.A.R):

বিভিন্ন প্রকার প্রকল্প নির্মানাধীন অবস্থায় এই বীমার প্রয়োজন হয়। বিভিন্ন ঝুঁকি যেমন অগ্নিকাণ্ড, ঝড়/তুফান, ভূমিকম্প ইত্যাদি কারণে প্রকল্পের ক্ষতিসাধন হলে এই বীমা তার ক্ষতিপূরণ করে থাকে।

বীমার মেয়াদ:

এই বীমার মেয়াদ বা সময়কাল প্রকল্প নির্মাণের সময় বা শুরু থেকে প্রকল্প শেষ অব্দি এবং টিওসির (Taking Over Certificate-TOC) মাধ্যমে প্রকল্পের মালিককে প্রকল্প হস্তান্তর করা পর্যন্ত বিস্তৃত যেমন ১২/২৪/৩৬ মাস ইত্যাদি।

এই বীমার অন্তর্ভূক্ত প্রকল্প সমূহ:

) দালান-কোঠা নির্মাণ (Construction of Building)

) রাস্তা বা সড়ক নিমার্ণ (Construction of Roads)

) সেতু নির্মাণ (Construction of Bridges)

) নদীর উপর বাঁধ তৈরী (Constructions of Dams over Rivers)

) সুড়ঙ্গ পথ তৈরী (Constructions of Tunnels)

 

২। ঠিকাদার কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতি বীমা (C.P.E):

প্রকল্প নির্মাণাধীন অবস্থায় নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতি এই বীমার বিষয়বস্তু।

বীমার মেয়াদ:

এই বীমার মেয়াদ সাধারণত ১২ মাস, যা প্রতিবছর নবায়ণযোগ্য।

এই বীমার অন্তর্ভূক্ত যন্ত্রপাতি সমূহ:

) ক্রেইন (Overhead Crane)

) মাটিকাটার যন্ত্র (Excavator)

) বুলডোজার/ট্রাকটর (Bulldozer/Tractor)

) রোড রোলার (Road Roller)

) ডাম্পার (Dumper)

) কংক্রিট মিক্সার (Concrete Mixer)

) লোডার (Loader)

) ফর্কলিফট (Forklift)

 

৩। যন্ত্রপাতি বিকল বা নষ্ট বীমা (M.B.D):

এই বীমা ফ্যাক্টরি বা কলকারখানায় উৎপাদন বা অন্য কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতি চলতে চলতে আকস্মিক বা দুর্ঘটনার কারণে বিকল হয়ে গেলে এর ক্ষতিপূরণ বহন করে থাকে।

বীমার মেয়াদ:

এই বীমার মেয়াদ সাধারণত ১২ মাস, যা প্রতিবছর নবায়ণযোগ্য।

 

৪। যন্ত্রপাতি উত্তোলন সকল দায়যুক্ত বীমা (E.A.R)

এই বীমা যন্ত্রপাতি উত্তোলন, পুনস্থাপনের সময় ক্ষতিগ্রস্থ হওয়ায় ঝুঁকি আবরণ করে থাকে।

বীমার মেয়াদ:

এই বীমার মেয়াদ সাধারণত যন্ত্রপাতি উত্তোলনের সময় থেকে উত্তোলন কাজ শেষ হওয়া পর্যন্ত বিস্তৃত। যেমন- ৪/৬/৮ সপ্তাহ ইত্যাদি।

এই বীমার অন্তর্ভূক্ত প্রকল্প সমূহ:

) অয়েল রিগ উত্তোলন(Oil Rig)

) উচ্চস্থানে বিদ্যুৎ সরবরাহকারী তার উত্তোলন (Overhead Power/Transmission Line)

) তেল পরিশোধানাগার উত্তোলন (Oil Refinery)

) উচ্চস্থানে ক্রেন উত্তোলন (Overhead Crane)

 

৫। হিমাগারে রক্ষিত খাদ্যদ্রব্য পচন বীমা (D.O.S)

এই বীমা হিমাগারে ব্যবহৃত বিভিন্ন প্রকার যন্ত্রপাতি বিকল বা নষ্ট, তাপমাত্রা উঠানামা ইত্যাদির কারণে হিমাগারে রক্ষিত খাদ্যদ্রব্যের পচন আবরিত করে।

বীমার মেয়াদ:

এই বীমার মেয়াদ সাধারণত ১২ মাস, যা প্রতি বছর নবায়ণযোগ্য।

এই বীমার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বলতে বুঝায়:

) বায়ু সংকোচন যন্ত্র (Air Compressor)

) বাষ্প তরল করার যন্ত্র (Steam Liquidation Apparatus)

) পাম্প, পাখা ইত্যাদি (Pump, Fan)

) গ্যাস উৎপাদনকারী যন্ত্র (Gas Generating Machine)

) মোটর ইঞ্জিন, সুইচ গিয়ার (Motor Engine, Switch Gear)

) ভাল্ব এবং ট্যাংক (Valve & Tank)

) তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রেকর্ডিং –এ ব্যবহৃত যন্ত্রপাতি (Temperature Controlling & Recording Apparatus)