নৌ-পণ্য বীমায় বিভিন্ন ধারার বৈশিষ্ট ও পার্থক্য (পর্ব-২)

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: এর আগের পর্বে ইনস্টিটিউট কার্গো ক্লজ ‘এ’ নিয়ে আলোচনা করা হয়েছে। এই পর্বে ইনস্টিটিউট কার্গো ক্লজ ‘বি’ এবং ইনস্টিটিউট কার্গো ক্লজ ‘সি’ এর মধ্যে তারতম্য বা পার্থক্য নিয়ে আলোচনা করা হবে।

ইনস্টিটিউট কার্গো ক্লজ 'এ', 'বি' এবং 'সি' এর মধ্যে ইনস্টিটিউট কার্গো ক্লজ ‘এ’ এর ঝুঁকি আবরনের পরিধি সর্বাধিক। এরপর ইন্সটিটিউট কার্গো ক্লজ ‘বি’ এর স্থান। এবং ইনস্টিটিউট কার্গো ক্লোজ ‘সি’ এর স্থান (ঝুঁকি অবরোনের দিক থেকে) সর্ব নিম্নে। অর্থাৎ ইনস্টিটিউট কার্গো ক্লজ ‘সি’ তিনটি ইনস্টিটিউট কার্গো ক্লজের মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে কম ঝুঁকি বহন করে থাকে।

পণ্য-দ্রব্য আমদানি এবং রপ্তানির বেলায় পণ্য-দ্রব্যের প্রকৃতি বা ধরন বিবেচনা করে কোন ধারাটি গ্রহণ বা ক্রয় করা প্রয়োজন তার সার্বিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।