সিলেটে ৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশন্যাল লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিলেটে ৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেটের জিন্দাবাজার অফিসে অনুষ্ঠিত দাবি পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবি বাবদ উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজার জোনের সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এস. এম সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেছেন, বীমা হলো সর্ব যুগের সর্ব উৎকৃষ্ট সেবামূলক পেশা। বীমার মাধ্যমে কর্মীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাভলস্বী হয়, তেমনি বীমার অর্জিত প্রিমিয়াম দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

ন্যাশন্যাল লাইফ দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এগিয়ে থাকার মূলে রয়েছে কর্মীদের শ্রম ও সততা। তিনি বলেন সফলতা অর্জন করতে হলে সততা, নিষ্ঠা ও ধৈর্যের পাশপাশি কর্মীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। কর্মীদের যতই উৎফুল্ল রাখা যাবে, ততই এগিয়ে যাওয়ার পথ প্রশস্থ হবে।