স্কুলভবনে বিমান বিধ্বস্ত এবং বীমার বিভিন্ন দিক প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিধ্বস্ত হয়েছে।

জাতীয় শোকে পরিণত হওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটির পাইলট, অভিভাবক ও শিক্ষীকাসহ স্কুলের অসংখ্য কোমলপ্রাণ ছাত্র-ছাত্রী নিহত হয়েছেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

বীমার দৃষ্টিকোণ থেকে এই দুর্ঘটনার কারণে ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক যেভাবে দেখা যেতে পারে:

১। পাইলটের মৃত্যু: ব্যক্তিগত দুর্ঘটনা বীমা (পার্সোনাল এক্সিডেন্ট ইন্স্যুরেন্স) বা গ্রুপ দুর্ঘটনা বীমা এই ক্ষতিপূরণ বহন করবে।

২। ছাত্র ছাত্রীদের প্রাণহানি এবং শারীরিক অনিষ্টতা (বডি ইঞ্জুরি): এভিয়েশন ইন্স্যুরেন্সের তৃতীয়পক্ষ সেকশন ( থার্ড পার্টি লায়াবিলিটি সেকশন) এই ক্ষতিপূরণ বহন করবে।

৩। বিমানের ক্ষতি: এভিয়েশন ইন্স্যুরেন্স বিধ্বস্ত বিমানের ক্ষতিপূরণ বহন করবে।

৪। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি: এভিয়েশন ইন্স্যুরেন্সের তৃতীয়পক্ষ দায় সেকশন এই ক্ষতিপূরণ বহন করবে।