নিজস্ব প্রতিবেদক: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নন-লাইফ বীমা ক্যাটাগরিতে কোম্পানিটি প্রথম পুরস্কার অর্জন করেছে। এটি চতুর্থ ধারাবাহিক অর্জন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ মইনুদ্দিন আহমেদ। ইনস্টিটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ অনুষ্ঠানের আয়োজক।
অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত-উল-ইসলাম, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ ও সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।