জেনিথ ইসলামী লাইফে বীমা
১৫ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, পরিবার পেলো ১ লাখ ১৪ হাজার টাকা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দিনাজপুরের বীমা গ্রাহক আমেনা বেগম বাৎসরিক ৫ হাজার টাকা করে তিন বছরে মোট ১৫ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুবরণ করেন।
ওই গ্রাহকের মৃত্যুদাবি বাবদ জমাকৃত প্রিমিয়ামের প্রায় ৮ গুণ তথা ১ লাখ ১৪ হাজার ৪২০ টাকা পরিশোধ করেছে বেসরকারি এই লাইফ বীমা কোম্পানি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে কোম্পানিটির দিনাজপুর সার্ভিস সেন্টারে গ্রাহকের স্বামী ও পলিসির নমিনি মো. মাহাবুব রহমানের হাতে বীমা দাবির এই চেক তুলে দেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ জিএম মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম, জিএম আব্দুল মজিদ। অনুষ্ঠানে কোম্পানিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন অংশগ্রহণ করেন।