মুখ্য নির্বাহী নিয়োগ দেবে সানলাইফ, আবেদন শেষ ৩ জুন
নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করেছে বীমা কোম্পানিটি।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩ জুন ২০২৫ তারিখের মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির [email protected] এই ই-মেইলে সিভি পাঠাতে হবে।
অথবা এইচআর বিভাগ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নাফি টাওয়ার, ১০ম তলা, ৫৩ গুলশান এভেনিউ, গুলশান- ১, ঢাকা- ১২১২ এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় চাকরির ঠিকানা ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স চাওয়া হয়েছে কমপক্ষে ৪০ বছর তবে ৬৪ বছরের বেশি নয়।
এছাড়াও আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যুন ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।
তবে যেকোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতার ক্ষেত্রে- আবেদনকারীর লাইফ বীমা খাতে কমপক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।