২২৫ কোটি টাকা আত্মসাৎ তদন্ত

ফারইস্ট ইসলামী লাইফের ১২ পরিচালক-কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৮ পরিচালক এবং সাবেক মুখ্য নির্বাহী হেমায়েত উল্লাহসহ ৪ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । গত ১২ মে ও ১৮ মে পৃথক ৩টি চিঠিতে ওই ১২ জনকে তলব করা হয়।  

বিভিন্ন তফসিলী ব্যাংকে রাখা এমটিডিআর বন্ধক রেখে ঋণ জালিয়াতির মাধ্যমে ২২৫ কোটি টাকা আত্মসাৎ, ফারইস্ট ইসলামী লাইফের নামে জমি ক্রয় এবং কেন্দ্রিয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে ব্যাংক হিসাব পরিচালনার অভিযোগ তদন্তের প্রয়োজনে তাদেরকে তলব করা হয়।

ফারইস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিগুলোতে স্বাক্ষর করেছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির।

দুদকের তলবকৃত ব্যক্তিরা হলেন- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং সাবেক পরিচালক কে এম খালেদ, এম এ খালেক, হেলাল মিয়া, শাহরিয়ার খালেদ, ডা. ইফফাত জাহান, মোজাম্মেল হোসাইন ও আয়েশা হোসনে জাহান।

অপরদিকে তলব করা কর্মকর্তারা হলেন- ফারইস্ট ইসলামী লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহ, সাবেক প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, সাবেক ভিপি ও ইনচার্জ আবদুর রাজ্জাক এবং আভ্যন্তরীন অডিট বিভাগের সাবেক প্রধান কামাল হাওলাদার।

এর মধ্যে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ৪ পরিচালককে ১৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে, অপর ৪ পরিচালককে ২০ মে সকল ১০টা থেকে বেলা ২টার মধ্যে এবং কোম্পানিটির সাবেক মুখ্য নির্বাহীসহ কর্মকর্তাদের ২৬ মে সকল ১০টা থেকে বেলা ২টার মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলাম যিনি মেঘনা ব্যাংকের পরিচালক এবং মোল্লা গ্রুপ ও রামিসা গ্রুপের ম্যানেজার এ কে এম মনিরুল ইসলাম পরস্পর যোগসাজশে বিভিন্ন তফসিলী ব্যাংকে রাখা এমটিডিআর এর বিপরীতে সৃষ্ট ঋণ জালিয়াতির মাধ্যমে ২২৫ কোটি টাকা আত্মসাৎ, ফারইস্ট ইসলামী লাইফের নামে জমি ক্রয় এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক হিসাব পরিচালনা করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত করার অভিযোগ।