আইডিআরএ'র নববর্ষ উদযাপন

ঐক্যবদ্ধ প্রচেষ্টা বীমাখাতে ইতিবাচক ধারা বয়ে আনবে: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ঐক্যবদ্ধ প্রচেষ্টা বীমাখাতে ইতিবাচক ধারা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

আজ সোমবার কর্তৃপক্ষের কার্যালয়ে কেক কেটে ইংরেজি নববর্ষ ২০১৮ উদযাপনকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি নতুন বছরে সহকর্মীদের নতুন উদ্যোমে কাজ করার আহবান জানান।

নতুন বছরে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমাখাতে সঠিক ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস। তিনি বলেন, বীমার প্রতি মানুষের ইতিবাচক ধারণা আনয়নে আইডিআরএ'র ভূমিকা মূখ্য থাকবে। 

নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমদসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সবাইকে কেক খাওয়ানোর পাশাপাশি ফুল ও ক্যালেন্ডার দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।